মেহেরপুর প্রতিনিধি : পালিয়েও পার পেলোনা মাদক মামলার পলাতক আসামী হাসান। মামলা হওয়ার তিন ঘন্টা পর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এর আগে সকালের দিকে ৪০ বোতল ফেনসিডিলসহ তার অপর সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়। এঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলার নং ১০। তাং ১৩/০৩/২০২১ ইং। এই মামলায় হাসান (৩২) এজাহার নামীয় ২ নং আসামী।
মামলা হওয়ার তিনঘন্টা পর অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করা হয়।
একাধিক মাদক মামলার আসামি হাসান মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
আজ শনিবার (১৩ মার্চ) বেলা দেড়টার সময় রাঁধাকান্তপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুমার কুন্ড, এএসআই মাহাতাব উদ্দীন ও এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এর আগে সকালের দিকে ৪০ বোতল ফেনসিডিলসহ তার অপর সহযোগী সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামের জাবারুল ইসলামের ছেলে জাকির হোসেনকে আটক করেন। এঘটনায় সদর থানায় একটি মাদক মামলার একটি মামলা দায়ের হয়। যার নং ১০, তারিখ ১৩/০৩/২০২১ ইং।
ডিবি পুলিশের উপপরিদর্শক অজয় কুমার কুন্ড জানান, সকালের দিকে জাকির হোসেন ও হাসান ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৪০ বোতল ফেনসিডিল সহ জাকিরকে আটক করা হয়। এসময় হাসান পালিয়ে যায়। হাসানের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে।
আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
Leave a Reply