বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৫৭ অপরাহ্ন
এই যে দেখো পথশিশু
শীতে গেছে নুয়ে,
কম্বল, কাঁথা ছাড়াই আছে
আলগা গায়ে শুয়ে।
লতাপাতা জড়িয়ে গায়
শীত নিবারণ করে,
টুপটুপাটুপ শিশিরকণা
গাঁয়ের উপর পড়ে।
কার কাছেতে বলবে বলো
ওদের দুখের কথা,
ওরা যে আজ খুব অসহায়
মনে বড় ব্যথা।
Leave a Reply