শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
আল আমিন বিন আমজাদ: মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর নির্মাণ কার্যক্রম চলছে পুরোদমে। দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঘর গুলো।লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।খয়েরবাড়ী ইউনিয়নের বালুপড়ায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ২৫০ টি ঘরের কাজ প্রায় শেষের দিকে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বসবাস করার সপ্ন দেখেছেন অনেক,অপেক্ষায় আছেন কবে উঠবে সেই ঘরে।
এবিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান ফুলবাড়ী উপজেলায় মোট ৭৬৯ টি গৃহ নির্মাণ করা হবে ইতিমধ্যে ৪০০টি গৃহ নির্মাণ কাজ চলমান বাকি গুলোর কাজো খুব দ্রুত শুরু করে শেষ করা হবে।সরকারি জায়গায় খয়ের বাড়ীর বালুপাড়ায় নির্মান হচ্ছে ২৫০ টি ঘর,কাজ প্রায় শেষের দিকে। খুব দ্রুত ঘর গুলো হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply