রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা: রেণউইক, যজ্ঞেশ^র অ্যান্ড কোং (বিডি) লিমিটেড এর ৩২ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া রেণউইক যজ্ঞেশ^রে পার্ক মাঠে সকাল ১১ টা থেকে সভা চলে বিকেল ৪ টা পর্যন্ত। অনুষ্ঠানে কর্পোরেশন ডিরেক্টর উৎপাদন ও প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার শাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাড়ে ৬ কোটি টাকা লসের কারনে আমাদের হিমসিম খেতে হচ্ছে কর্পোরেশন কর্মকান্ড চালাতে তাই কিছু হঠাৎ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে শ্রমিক-কর্মচারি সবাই হতাশ । আমাদের কিছু করার নেই বললেন সনৎ কুমার শাহা। তিনি কর্পোরেশনের সার্বিক পরিস্থিতির বিষয়ে শ্রমিক-কর্মচারিদের বিকল্প পথ অবলম্বনের কথা জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্পোরেশনের ইনডিপেন্ডেন্ট ডায়রেক্টর আলী হায়দার, রেণউইক যজ্ঞেশ^র অ্যান্ড কোং (বিডি) কোম্পানি সচিব জীবন নাহার, রেণউইক যজ্ঞেশ^র অ্যান্ড কোং (বিডি) ব্যবস্থাপনা পরিচালক আল ওয়াদুদ আমীন। এছাড়া উপস্থিত ছিলেন রেণউইক যজ্ঞেশ^র অ্যান্ড কোং (বিডি) জি এম প্রশাসন শরীফুল ইসলাম, শেয়ার হোল্ডার তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক, কুষ্টিয়া রেণউইক যজ্ঞেশ^র সিবিএ সভাপতি রিপন হোসেন, সাধারন সম্পাদক জাফর ইকবাল, যুগ্ন সাধারন সম্পাদক শাফিকুর রহমান সহ সিবিএ নেতাকর্মীরা। এদিকে ৬ মাসের বেতন বকেয়া নিয়ে দুশ্চিন্তায় কর্মকর্তা কর্মচারিরা।
Leave a Reply