রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৪৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে খোকসা বিএনপির মনোনিত প্রার্থী রাজু আহমেদ’র বাড়ি গত ২১ ডিসেম্বর রাতে হামলা ও ভাংচুর এবং ২৪ ডিসেম্বর মিরপুর বিএনপির মনোনীত প্রার্থী রহমত আলী রব্বানের উপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণ নাশের চেষ্টা পূর্বপরিকল্পিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখা।
জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, নির্বাচনের জন্য একটা সুষ্ট পরিবেশ দরকার যা আমরা পাচ্ছি না। আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের উপর মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অকুতভয় সৈনিক হিসেবে এসব হামলা কখনো বরদাশত করবো না।
তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মী দের উপর একাধিক বার হামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা এবং ভাংচুর করে বিএনপি অফিস। কিন্তু হামলার কোনো বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বারবার একই কাজ করছে, তবুও প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে। তাই সমাজকে এক হয়ে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply