শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৫০ অপরাহ্ন
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে আল হেরা হাফিজিয়া মাদরাসার যাত্রা শুরু হয়েছে। পৌরসভার অবহেলিত খয়েরচারা মধ্যপাড়া মহল্লায় আনন্দঘন পরিবেশে ২৮ ডিসেম্বর সোমবার সকালে অত্র আল হেরা হাফিজিয়া মাদরাসার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শামসুজ্জামান অরুন। মাদরাসার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমারখালী ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সেক্্েরটারী, জেলা পরিষদের সদস্য শেখ আবু সাইদ ও ইসলামী ব্যাংকের কুমারখালী শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান।
শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ শামীম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি শফিকুল ইসলাম।
খয়েরচারা মধ্যপাড়া জামে মসজিদের খতীব সাংবাদিক মাহমুদ শরীফের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশীদ জোয়ার্দার, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ কুতুব উদ্দিন, হাফেজ আনাস খান, হাফেজ আঃ মালেক নূরানী, ফয়জুল করীম, আঃ বারেক, হাজি আব্দুস সাত্তার, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা আঃ মালেক আজাদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের তালিম ক্লাসের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য কুমারখালী পৌর এলাকার অত্র মহল্লায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা, আল হেরা হাফিজিয়া মাদরাসার যাত্রা শুরুর মাধ্যমে যেন ‘বাত্তির নিচে অন্ধকার‘ দুর হলো। মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমাজ হিতৈষী মুরাদ জোয়াদ্দার।
Leave a Reply