বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:০৮ অপরাহ্ন
ইসলামপুর (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুর রহমান বাবু ও পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলের নামে একটি বালুদস্যু সিন্ডিকেট যমুনার বাম তীরে বাধেঁর রাস্তার পাশে অবৈধ বালু ব্যাবসা করার অভিযোগ উঠেছে।
জানা যায়, যমুনার নদীর বামতীর মোরাবাদঘাট ও কুলকান্দি বাধেঁর মাঝিপাড়ায় সুমন,লাভলু, সরদার, তোতা, আনিস, ফয়জুর মাস্টার, আশরাফসহ একটি বালু দস্যু সিন্ডিকেট যমুনা নদী থেকে অবৈধভাবে খনিজ সম্পদ বালু নৌকা ও বলগ্রেড মেশিনের সাহায্যে তুলে জমা করে বিক্রি করছে।
সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে বালু ব্যাবসায়ী সিন্ডিকেটেরা অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু তথা খনিজ সম্পদ লুটপাট করছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। হুমকীর মুখে পড়েছে যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধ।
সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে কুলকান্দি ইউপি চেয়ারম্যান উবায়দুর রহমান বাবু জানান, তিনি বালু উত্তোলনের ব্যাপারে কিছুই জানেন না।
Leave a Reply