রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আবারও আওয়ামীলীগের প্রার্থী তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছে। ভোটগ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৩শ ৭২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাফিজ আহম্মেদ খান রাজু পেয়েছেন ১ হাজার ৫শ ৮৩ ভোট। ৯ কেন্দ্রে ছোট এ পৌরসভার মোট ভোট ১৪ হাজার ৯শ ৪০।
কঠোর নিরাপত্ত্বা ব্যবস্থার মধ্যে সোমবার সকাল আটটায় শুরু হওয়া এ নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। সকাল থেকে শেষ অবদি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চখে পড়ার মত। তবে বিএনপি প্রার্থীর এজেন্ট তুলনামুলক কম ছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আব আনছার বলেন, ভোটের নিরাপত্ত্বায় কেন্দ্রগুলোতে পুলিশ আর আনছারের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিজিবির টহল ছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করেছে। দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের ৩ পদে ১০ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply