বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার ইসলামপুরে বৃহস্পতিবার বিকালে সাসটেইনঅ্যাবল ইনিশিয়াটিভ টু প্রজেক্ট ওমেন এন্ড গালর্স ফরম জিবিভি (স্টপ জিবিভি) প্রকল্পের আওতায় ইসলামপুর থানার আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রানী সরকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল সুমন মিয়া, সভাপতি কমিউনিটি পুলিশ ইসলামপুর উপজেলা অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, জেলা সমন্বয়ক (ইএনএফপিএ) মোঃ আহাদ খান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, সাবেক সভাপতি জাহানারা পারভীন পুঁথিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুধী মহল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নারীর প্রতি সহিষ্ণুতা ও বৈষম্য নিরসনে দিকে লক্ষ্য করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নারীরা যাতে ঠিকমতো তাদের সেবা গ্রহণ করতে পারে তার জন্য আইজিপি মহোদয় সারাদেশে নারী নির্যাতন রোধ করার জন্য প্রত্যেক থানায় আলাদা ডেক্স নির্মাণ করা হবে বলে জানান।
অন্যান্য বক্তরা তাদের বক্তব্যে বলেন- বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতন পরিমাণে বেড়েই চলেছে। যা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা না হলে তা ভয়াবহ রূপ ধারণ করবে বলে ধারণা করা হয়। তাই সমাজে নারী ও শিশু নির্যাতন রোধ করতে হবে। নারীদের প্রতি বিভিন্ন ধরণের নিরাপত্তা জোরধার, নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করার জন্য আহ্বান জানান।
Leave a Reply