শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৭ অপরাহ্ন
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন আজ বৃহস্পতিবার উপজেলার ধুবইল ইউপির ধুবইল মাঠে মামুনার রশীদ ওরফে মধু মামুনের মিষ্টি মৌখামার পরিদর্শন করেন।মিরপুর উপজেলার চেয়ারম্যান বলেন,মধু মামুনের মিষ্টি মৌখামার সুনাম সারাদেশে ছরিয়ে পড়েছে মধু মামন নিজে একজন সফল উদ্দ্যেক্তা এবং তার এই অনুপ্রেরণায় শতশত যুবক এ পেশায় আগ্রহ সাথে কাজ করে চলছে।তার এই উদ্দ্যেগকে সাধুবাদ জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন মামুনের এই একক প্রচেষ্টায় সারাদেশে নয় বিদেশের মাটিতেও সুনাম ছরিয়েছে। তার এই প্রকল্পের জন্য তাকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ ও ধুবইল ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন প্রমুখ।
Leave a Reply