কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ম্যাথম্যাটিকসে অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী মোছাঃ বন্যা খাতুন এক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
রোগিণীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলে ও খোঁজ খবর নিয়ে স্থানীয় সাংবাদিক এম এ মনিম তুহিন জানান কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ডাঁশা গার্লস হাইস্কুলের প্রাক্তন মেধাবী ছাএী, বর্তমান কুষ্টিয়া সরকারি কলেজের ম্যাথম্যাটিকসে অনার্স তয় বর্ষের শিক্ষার্থী “মোছাঃ বন্যা খাতুন ” হত দরিদ্র কৃষক পিতার একমাত্র কন্যা সন্তান G,B,S ভাইরাসে সংক্রামিত হয়ে পুরো শ্বরীর প্যারালাজড হয়ে গেছে। সে ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি আছে, রুম নং ৭০৬, বেড নং ২৫।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ডাঁশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বন্যা খাতুনের বাড়ি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বড়ুরিয়া গ্রামে, পিতার নাম মোঃ আব্দুল মালেক। পিতা মাতার একমাত্র কন্যা সন্তান বন্যা খাতুন। বিরল এ রোগের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা বন্যার দরিদ্র কৃষক পিতার পক্ষে বহন করা দুঃসাধ্য।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বরঃ ০১৩০৭৭৬১৩৮৮, একাউন্ট, খালেদা আহমেদ , নম্বর ১৪১১৩৪০০১৮১৭৩ দারুসসালাম রোড ঢাকা, সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ। আবেদনে মেয়ের বাবা: আব্দুল মালেক বড়ুলিয়া, ডাঁশা, কুমারখালি কুষ্টিয়া। বিকাশ নম্বরটি তার পিতার নম্বর।
Leave a Reply