রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদ: কুমারখালীর চাদপুর ইউনিয়নের সড়কের পাশ থেকে অবাধে সরকারি গাছ কাটা হচ্ছে।
জানা গেছে, হরিনারায়নপুর বাজার থেকে পান্টি সড়কে জুংগলী গ্রামের রাস্তার গাছ কেটে নিয়েছে চক্রের অন্যতম সদস্য আলম মাস্টার,সুমন (ভুলা )সহ আরো কিছু স্থানীয় প্রভাবশালীরা।
স্থানীয়রা জানান, ৬ জানুয়ারী বুধবার প্রকাশ্য দিবালোকে ওই রাস্তার অতিপুরাতন গাছ কেটে নেয় অভিযুক্তরা।বিগত কয়েক দিনের মধ্যে প্রায় ২৫ টি গাছ কেটে নেওয়া হয়। এরপর খুব দ্রুত গাছগুলো সরিয়ে নেয়া হয়। কেটে নেয়া ওই প্রতিটি গাছের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা।
স্থানীয়রা জানান,, অভিযুক্ত আলম মাস্টার,সুমন (ভুলা )সহ চক্রের সদস্যরা গাছগুলো পার্শ্ববর্তী জুংগলী বাজারের একটি স -মিলে নিয়ে রাখেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিনারায়নপুর বাজার থেকে পান্টি সড়কে জুংগলী গ্রামের রাস্তার পাশের এসব গাছ কাটা চলছে । মঙ্গল বার সকাল থেকে তিনি শ্রমিক দিয়ে সরকারি রাস্তার গাছ কাটা শুরু করেছেন।
গাছ গুলো বিক্রি করা হয় কুশলীবাসা এলাকার মজনু সদ্দার, জুংগলী গ্রামের সামসুল,উজ্বল,শরিফুলসহ আরো কয়েক জনের কাছে।
Leave a Reply