শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১১ অপরাহ্ন
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর বাড়িতে গত ১৮ জানুয়ারি সোমবার রাত ১১টায় বৈদ্যতিক শর্টসার্কিট এর মাধ্যমে আগুনের শুত্রপাত হয়ে মুহুতের মধ্যে বসবাসরত ঘর, ২টি রান্না ঘর,ঘরে থাকা নগদ টাকা,ধান, চাউল আসবাপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই। মাথায় আকাশ ভেঙ্গে পড়ে পরিবারটির।
গত ১৮ জানুয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “কুমারখালিতে আগুনে কৃষকের বসতঘর পুড়ে ছাই” এই শিরোনামে সংবাদ ছরিয়ে পড়লে নজরে আসে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভোলপমেন্ট ফোরামের। আজ ২১জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় সংগঠনের পক্ষ থেকে পরিবারটির সার্বিক খোজখবর, সান্তনা প্রদান সহ ঘরনির্মানের জন্য এক বান ঢেউটিন প্রদান করা হয়।
Leave a Reply