বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ভিক্ষুক ও তার ভাইয়ের জায়গা জোরপূর্বক দখলনিয়ে সেই জায়গাটিতে গৃহহীনদের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সফর উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। ভিক্ষুক জিন্না ও তার চাচাত ভাই গনির জায়গাটি দখলকরে ঘর নির্মাণের খবর এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানেও অনেকেই দিচ্ছেন ভিন্ন ভিন্ন মত। এতে হতভাগা এলাকাবাসী।
ভুক্ত ভোগী ঐইভিক্ষুক জিন্না ও তার চাচাত ভাই আব্দুল গনি পাটিকাবাড়ীয়া মাজিলা সড়কের পাশে দীর্ঘ দিনধরে এই জায়গাটিতে পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছিল। হঠাৎ করেই বসবাস করা জায়গাটিতে নজরপড়ে পাটিকাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিনের। ২০২১ সালে মুজিবর্ষ উপলক্ষে সরকার যখন অসহায়দের ঘর উপহার দিচ্ছে ঠিক তখন এই চেয়ারম্যান সফর উদ্দিন তাদের সরিয়ে তারপক্ষের আত্্রীয়-স্বজনদের ঘর পাইয়ে দিয়েছে। পরিবারটির অভিযোগ, এলাকায় সরকারি জায়গা আর ও আছে সেখানেবাদ দিয়ে আমাদের উপর জুলুম করছে কেন চেয়ারম্যান। এলাকাবাসির অভিযোগ ইউপি চেয়ারম্যানের ভাই জাফর পাটিকাবাড়ী বাজারে খাসজমি দখল করে রেখেছে । বাড়িকরা জায়গাটিতে উচ্ছেদে চেয়ারম্যান মরিয়াহয়ে উঠেছে। নিজের ঘর রক্ষা করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগিরা। এবিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর উপহার প্রকৃত ভুমিহীনরাই পাবে সঠিক ভাবেই যাচাইবাচাই করে দেওয়া হবে। কারো স্বার্থ হাসিলের কোন সুযোগ নেই। যদি এরকম কোন ঘটনা ঘটে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই কথা জানালেন কুষ্টিয়া জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আজগর আলী।
ভিক্ষুক জিন্নাও তার চাচাত ভাই গনির জায়গাটি দখলকরে ঘর নির্মাণের খবর এলাকাজুড়ে তোল পাড় সৃষ্টি হয়েছে। সেখানেও অনেকেই দিচ্ছেন ভিন্ন ভিন্ন মত। এতে হতবাগ এলাকাবাসী। এ ব্যাপারে পাটিকাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন বলেন, সরকারি জায়গা হওয়ায় গৃহহীনদের ঘর নিমার্ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওখানে। প্রকৃত ভুমিহীনদের মাঝেই এই ঘর প্রদান করা হচ্ছে।
Leave a Reply