রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আলেয়া বেগম মডার্ন স্কুল এর নতুন ভবন এবং প্রি হিফজ ও হিফজ বিভাগ এর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনি বার দশটায় ভবনটি উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গনে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃআব্দুর রশিদ (চেয়ারম্যান আলেয়া বেগম মডার্ন স্কুল) তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হালিম শরীফ (অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ, কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা) সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে।
সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃশরিফুল ইসলাম (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি কলেজ) অধ্যক্ষ। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা বলেন ”আমরা আমাদের বিদ্যালয়ের কাঙ্খিত ভবন পেয়েছি।এই ভবন আমাদের বিদ্যালয়ের শ্রেনীকক্ষ স্বল্পতা দূর করবে এবং অত্র এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে”
Leave a Reply