শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ক্ষুদ্র তাঁত শ্রমিক ইকরামুল হক। জমাজমি বলতে শুধু ভিটে বাড়ীটুকুই। চার সদস্যের সংসার, অন্যের বাড়ী শ্রম বিলিয়েই জীবন চলে বলা যায়। বসবাসের মত মাত্র একটি ঘর ছিল। বারান্দায় একখানা তাঁত বসিয়েছিল স্ত্রী লুঙ্গি বুনাবে বলে। সেই তাঁত ও বসবাসের ঘরটি গত ২৮ জানুয়ারী গভীর রাতে অগ্নিকান্ডে সম্পুর্ন পুড়ে ছাই। আসবাবপত্র ও পোষাকাদী সব হয়ে গেছে নষ্ট। ঘরহীন ইকরামুল শীতের মধ্যে চরম কষ্ট করছিল। ঘর উঠানোর মত সামর্থ নেই অসহায় পরিবারটির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে মানবতার কল্যাণে নিবেদিত আর্থসামাজিক সেবামূলক সংগঠন ‘ইয়থ ডেভোলপমেন্ট ফোরাম‘র।
গতকাল সোমবার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামে ইকরামুলের বাড়ীতে ঘর তৈরির জন্য দুই বাঁধ ঢেউটিন নিয়ে হাজির হয় ‘ইয়থ ডেভোলপমেন্ট ফোরাম‘র চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদও উপস্থিত হন। জড়ো হয় বেশ কিছু এলাকাবাসীও। হঠাৎ ঘর তৈরির জন্য টিন পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় পরিবারের সদস্যরা। গ্রামের কয়েকজন বাঁশ-কাঠ নিয়ে হাজির হয়। নিঃস্ব ইকরামুলের ঘর তৈরির ব্যবস্থা হয়েছে।
বসত ঘর নির্মাণে সহায়তা করার জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও এলাকাবাসী ধন্যবাদ জানায় সেবামূলক সংগঠন ‘ইয়থ ডেভোলপমেন্ট ফোরাম‘কে। সমাজসেবী আশিকুল ইসলাম চপল এসময় জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এই কাজ করতে পেতে তিনি গর্বিত। তিনি এজাতীয় কাজ আরো বেশী বেশী করার জন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।
Leave a Reply