শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৩ অপরাহ্ন
নিজস্ব সংবাদঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উত্তর রেলগেইট-এ আনুমানিক মাঝরাতে ঘুমন্ত অবস্থায় শিকদার পাগল নামে একজনের মৃত্যু হয়েছে। (ইন্না ইলাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)।
এই শিকদার পাগল প্রায় দীর্ঘ ৬ বছর যাবৎ এই রেলগেইটে উদ্বাস্তু হিসেবে অবস্থান করতো বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। সারাদিন যেখানেই থাকুক, সন্ধ্যা বেলায় সে রেলগেইটে চলে আসতো সে। ইসাহক কেরানীর দোকানের বারান্দায় রাত যাপন করতো। যে যা দিতো তাই খেয়ে ক্ষুধা নিবারণ করতো। অনেকের মুখে শোনা যায়, সে নাকি কুমিল্লার ছেলে। তার ভাষায় কুমিল্লার টান বোঝা যেতো। যদি তার ছবি দেখে পরিচয় জানতে পারেন তবে অনুরোধ তার পরিবারের নিকট শোক সংবাদটি পৌঁছে দেয়ার অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সকলে তার লাশ দাফনের ব্যবস্থা করেন। অাজ মঙ্গলবার বাদ যোহর নামাজে জানাজা শেষে মরহমের মরদেহ ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়।
Leave a Reply