বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোস্টম্যান ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব আমজাদ আলী খান এর কুষ্টিয়া আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসার পথে খোকসা উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা কুমারখালীতে আসে। সেখান থেকে উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কুষ্টিয়া শহরের শেষ প্রান্তে গড়াই সেতুর কাছে পৌছালে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে পৌছান। সেখানে জেলা শ্রমকিলীগসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিন ইউসুফ আলীর সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্র কমিটি সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি, খোকসা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, সাবেক সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর শ্রমিক লীগের সদস্য সচিব মাহি বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামসহ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন সিবিএ নন সিবিএ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমজাদ আলী খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ জানাচ্ছি এবং ঢাকা জিপিও সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহানুর সাব্বির ভুল তথ্য দিয়ে র্যাবের হাতে তুলে দেওয়ারও প্রতিবাদ ও নিন্দা জানাই। একজন সরকারি কর্মচারীকে গ্রেফতার করাতে হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াা গ্রেফতার করা বেআইনি। ১৪ জন কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট করে তিনজনকে পুলিশি হেফাজতে দিয়ে ষড়যন্ত্র মূলক পেন্ডিং মামলায় আসামি করা হয়েছে। গত ২৯ /৭/২০২০ তারিখে পল্টন মডেল থানায় মামলা নাম্বার ৭২/২০। আমজাদ আলী খান জৈবসার কোম্পানির জালিয়াতি ও প্রতারণার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্তের দাবি জানাই!। খন্দকার শানুর সাব্বির সহযোগিতায় ফজলুল হক জালিয়াতি করার সুযোগ সৃষ্টি করে দেয়। এছাড়া আমজাদ আলী খান শ্রমিকের দাবি দাবা নিয়ে কর্তৃপক্ষ সাথে বাঘ বিতর্ক হওয়ার কারণে কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করাই, আমরা জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার প¶ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলন করার কর্মসূচি ঘোষণা করেন এবং তারা দাবি করেন অবিলম্বে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারাদেশের জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলবে।
Leave a Reply