শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত বুদু ব্যাপারীর ছেলে জামিনউদ্দিন জামালের বাড়ী থেকে রাতে ২টি গরু চুরি হয়ে গেছে ৷
জামিনউদ্দিন জামালের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গোয়ালের শিকল কেটে একটি বড় ষাঁড় গরু ও একটি বড় গাভী গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র ৷ শুক্রবার শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর সকালে গোয়ালে গিয়ে তাদের গরু দু’টি খুঁজে না দিশেহারা হয়ে পড়েছে৷ চুরি হয়ে যাওয়া কালো রঙের গরু দুইটির আনুমানিক বাজার মূল্য দেড়লক্ষাধীক টাকা ৷
এ ব্যাপারে গরুর মালিক তাদের চুরি হয়ে যাওয়া গরু খুঁজে পেতে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ৷
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি কোনভাবে খোঁজ জেনে থাকেন তাহলে নিম্মোক্ত ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন চুরি যাওয়া গরু মালিক জামিন উদ্দিন- 01997966263/ 01731352888.
Leave a Reply