সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামে আওয়ামী নেতা আসান সর্দ্দার ও আজিজুল গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এঘটনায় সোমবার সকাল থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।সাধারণ মানুষ চরম ভোগান্তিতে দিন পার করছে। এলাকার সাধারণ মানুষ জান মালের নিরাপত্তাহীনতায় রাত কাটাচ্ছে। নিজেদের বাড়ীর গবাদিপশু আসবাবপত্র বিভিন্ন এলাকায় পাড়াপাড় করছে। এলাকালার সচেতন মহলের ব্যক্তিরা জানান, আওয়ামী লীগ নেতা আসান সর্দ্দার ও আজিজুল গ্রপের মধ্যে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাববৃদ্ধির জন্য মারামারিতে লিপ্ত হয়ে থাকে। এদের সাথে কিছু নামধারী আওয়ামী লীগ নেতাদের কারনে এলাকায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারন মানুষের জানমাল ও ফসলের লুটপাটসহ বেপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গরা বলেন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সাভাবিক করে এবং সাধারনে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply