ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বসানো হয়েছে নিরাপদ পানির ফিল্টার

পাবিপ্রবি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নিরাপদ পানির সংকটে ভুগছেন। ক্যাম্পাসের গভীর নলকূপগুলো নষ্ট হয়ে যাওয়াতে নিরাপদ পানির জন্য শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে কয়েকটি জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ করেন। ঐ সংবাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যম কর্মীদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ পানির ফিল্টার বসানোর আশ্বাস দেন। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আশ্বাস পূরণ করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য পাঁচটি (০৫) ফিল্টার বসিয়েছেন প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, প্রকৌশল ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং মেডিক্যাল সেন্টারের নিচ তলায় নিরাপদ পানির ফিল্টার বসানো হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে পানি পান করতে পারবেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন বলেন, ‘নিরাপদ পানির সংকটের বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা আমার কাছে আসার পর আমি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান দেওয়ার আশ্বাস দেই। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি এবং অনুরোধ করি যেন শিক্ষার্থীদের সমস্যাটা দূর করার ব্যবস্থা করে। অবশেষে সেটা আমরা করতে পেরেছি এটাই বড় আনন্দের।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য, আমরা শিক্ষার্থীদের সমস্যাটা সমাধান করতে পেরে আনন্দিত। গণমাধ্যমকে আমরা ওয়াচডগ বলে থাকি। বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীরা সেই কাজটি করেছে। তারা শিক্ষার্থীদের খাবার পানির সমস্যাটা আমাদের দেখিয়ে দিয়েছে, আমরা সেটি সমাধান করেছি। সেজন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
39
অনলাইন জরিপ

জামায়াত বিএনপির সঙ্গ ত্যাগ করায় বিএনপির সঙ্গে অন্যান্য ইসলামী ধারার দলগুলোর দূরত্ব কমার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন কি?

ব্রেকিং নিউজ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বসানো হয়েছে নিরাপদ পানির ফিল্টার

আপডেট সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নিরাপদ পানির সংকটে ভুগছেন। ক্যাম্পাসের গভীর নলকূপগুলো নষ্ট হয়ে যাওয়াতে নিরাপদ পানির জন্য শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে কয়েকটি জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ করেন। ঐ সংবাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যম কর্মীদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ পানির ফিল্টার বসানোর আশ্বাস দেন। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আশ্বাস পূরণ করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য পাঁচটি (০৫) ফিল্টার বসিয়েছেন প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, প্রকৌশল ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং মেডিক্যাল সেন্টারের নিচ তলায় নিরাপদ পানির ফিল্টার বসানো হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে পানি পান করতে পারবেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন বলেন, ‘নিরাপদ পানির সংকটের বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা আমার কাছে আসার পর আমি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান দেওয়ার আশ্বাস দেই। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি এবং অনুরোধ করি যেন শিক্ষার্থীদের সমস্যাটা দূর করার ব্যবস্থা করে। অবশেষে সেটা আমরা করতে পেরেছি এটাই বড় আনন্দের।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য, আমরা শিক্ষার্থীদের সমস্যাটা সমাধান করতে পেরে আনন্দিত। গণমাধ্যমকে আমরা ওয়াচডগ বলে থাকি। বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীরা সেই কাজটি করেছে। তারা শিক্ষার্থীদের খাবার পানির সমস্যাটা আমাদের দেখিয়ে দিয়েছে, আমরা সেটি সমাধান করেছি। সেজন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’