ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেলেন পুতিন সমালোচক নাভালনি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

রাশিয়ার সরকার বিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। রাশিয়ার কেন্দ্রীয় কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অসুস্থতা থেকেই মারা যান তিনি। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৭ বছর। তাকে সংশোধনমূলক কেন্দ্রে রাখা হয়েছিল। মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরে মারা যান। তাকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হলেও তাতে সফল হননি চিকিৎসকরা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করবেন চিকিৎসকেরা।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দি।

উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছর আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।

 

ক্রেমলিন নিশ্চিত করেছে যে, নাভালনির মৃত্যুর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে জানানো হয়েছে। মৃত্যু নিয়ে নাভালনির আইনজীবী জানান, গত বুধবার তিনি নাভালনির সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। তবে মৃত্যু নিয়ে কোনো অস্বাভাবিকতার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে মন্তব্য করেননি তিনি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
39
অনলাইন জরিপ

জামায়াত বিএনপির সঙ্গ ত্যাগ করায় বিএনপির সঙ্গে অন্যান্য ইসলামী ধারার দলগুলোর দূরত্ব কমার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন কি?

ব্রেকিং নিউজ

মারা গেলেন পুতিন সমালোচক নাভালনি

আপডেট সময় : ০৮:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

রাশিয়ার সরকার বিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। রাশিয়ার কেন্দ্রীয় কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অসুস্থতা থেকেই মারা যান তিনি। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৭ বছর। তাকে সংশোধনমূলক কেন্দ্রে রাখা হয়েছিল। মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরে মারা যান। তাকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হলেও তাতে সফল হননি চিকিৎসকরা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করবেন চিকিৎসকেরা।

নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দি।

উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছর আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।

 

ক্রেমলিন নিশ্চিত করেছে যে, নাভালনির মৃত্যুর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে জানানো হয়েছে। মৃত্যু নিয়ে নাভালনির আইনজীবী জানান, গত বুধবার তিনি নাভালনির সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। তবে মৃত্যু নিয়ে কোনো অস্বাভাবিকতার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে মন্তব্য করেননি তিনি।